ভিন্ন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে: মীম
ই-বার্তা
প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০১৭, শনিবার
| বিকাল ০৫:০৮
সিনেমা
ই-বার্তা।। বিদ্যা সিনহা মীম। চিত্রনায়িকা তকমাটি বেশ পাকাপোক্তভাবেই জুড়েছে তার নামের আগে। কারণ তার সমসাময়িক অনেকেই ছোটপর্দা থেকে বড়পর্দায় এলেও নিজের অবস্থানটা সেভাবে ধরে রাখতে পারেননি কেউ। সেই জায়গা থেকে মীম একটি ইতিবাচক উদাহরণ।
দেশের চলচ্চিত্রের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি আলোচনায় এসেছে কলকাতায় অভিনীত তার চলচ্চিত্র ইয়েতি অভিযান। তবে আলোচনার প্রসঙ্গটা ভিন্ন। প্রথমবারের মতো নেপালে ডাবিং করে মুক্তি দেওয়া হচ্ছে বাংলা ভাষার কোনো চলচ্চিত্রটি। আর সেই প্রথম চলচ্চিত্রটি ইয়েতি অভিযান। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
রোমাঞ্চকর থ্রিলার বাংলা চলচ্চিত্রটি নেপালি ভাষায় প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সোনির এসভিএফ এন্টারটেইনমেন্ট। এতে মীম ছাড়াও অভিনয় করেছেন কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক ও বাংলাদেশের ফেরদৌস। আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। এ প্রসঙ্গে মীম বলেন, এবার ভিন্ন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। কারণ প্রথমত, গুণী অভিনেতাদের সাথে কাজের সুযোগ। এরপর নেপালে ছবিটি মুক্তি পাচ্ছে। আমি খুবই আশাবাদী ছবিটি নিয়ে।
পরবর্তী খবর ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা!