৩ নম্বর সতর্কসংকেত, আশঙ্কা ভারী বর্ষণের
ই-বার্তা
প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০১৭, রবিবার
| দুপুর ০২:২০
অন্যান্য
ই-বার্তা ।। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে সঞ্চালনশীল মেঘমালার এতে বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে একি সঙ্গে দেশের অন্যান্য এলাকায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এ সময় মাছ ধরার সকল নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে বলেন, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী অথবা অতিভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।