টি-টোয়েন্টির বোলিংয়ে পাঁচ নম্বরে মোস্তাফিজ
ই-বার্তা
প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০১৭, রবিবার
| বিকাল ০৫:৫৯
ক্রিকেট
ই-বার্তা।। আইসিসি ঘোষিত টি-টোয়েন্টি র্যাংঙ্কিংয়ের সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান। সম্প্রতি বাংলাদেশ কোনো টি-টোয়েন্টি না খেললেও অন্যদের ব্যর্থতায় ৬৯৫ রেটিং নিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজ। তাকে জায়গা দিয়ে ছয়ে নেমে গেছেন স্যামুয়েল বদ্রি।
পাকিস্তানের ইমাদ ওয়াসিম ধরে রেখেছেন এক নম্বর স্থান। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছেন ভারতের জাসপ্রিন্ত বুমরাহ। চারে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। আগের মতোই সাকিবের অবস্থান নয়ে।
আর অল-রাউন্ডারদের র্যাংঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। অল রাউন্ডার র্যাংকিংয়ে ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব এক নম্বরে। দুই আছেন গ্লেন ম্যাক্সওয়েল, তিনে মোহাম্মদ নবী ও চারে মারলন স্যামুয়েলস। আর ২০৩ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
পরবর্তী খবর বিপিএলের পঞ্চম আসরে কে কোন দলে