ডাবল সেঞ্চুরি করে নির্বাচকদের জবাব দিলেন বিজয়
ই-বার্তা
প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০১৭, সোমবার
| দুপুর ০১:২৬
ক্রিকেট
ই-বার্তা।। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইমরুল ও সৌম্যের ব্যার্থতার কারণে দক্ষিণ আফ্রিকা সফরে ওপেনার এনামুল হক বিজয়কে চেয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। কিন্তু নির্বাচকরা পাপনের কথা শুনেননি। পাপন ঠিক ছিলেন, না ভুল ছিলেন সেটা ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি করে জবাব দিলেন বিজয়।
এনসিএলে রংপুরের বিপক্ষে গতকাল ১৭৩ রানে ছিলেন নট আউট। রংপুরের বিপক্ষে চার দিনের ম্যাচটা নিশ্চিত ড্র হচ্ছে- গতকালই পরিস্কার বোঝা গিয়েছিল। তবে ড্র হতে যাওয়া ম্যাচ নিয়েও কৌতূহল ছিল বিজয়ের কারণে। ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরিটা আজ পাবেন?
হ্যাঁ, পেলেন। শেখ আবু নাসের স্টেডিয়ামে কাঙিক্ষত ডাবল সেঞ্চুরিটা তুলেন নিলেন খুলনার এ ব্যাটসম্যান। ৩৫৬ বলে ২১৬ রানের ম্যারাথান ইনিংস খেলে নাসিরের বলে ফিরে গেছেন বিজয়।
দক্ষিণ আফ্রিকা সফরে ওপেনার এনামুল হক বিজয়কে চেয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। কিন্তু কেন জানি নির্বাচকরা বিজয়ের উপর আস্থা রাখেননি। পাপনের কথা শুনেননি তারা। পাপন ঠিক ছিলেন এবং ভুল ছিলেন নির্বাচকরা-বিজয়ের ব্যাটে সেই কথা বলছে।
আগের খবর হাফ সেঞ্চুরির সেঞ্চুরি করলেন ধোনি
পরবর্তী খবর ২১ মাসে বাংলাদেশর সামনে ৩০ ওয়ানডে ও ১৬ টেস্ট