তিন ছেলে সহ বাবার যাবজ্জীবন কারাদণ্ড
ই-বার্তা
প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০১৭, সোমবার
| বিকাল ০৪:৫০
অপরাধ
ই-বার্তা ।। মজনু হত্যা মামলায় বাবা ও তিন ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
টাঙ্গাইলে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় পিতা পুত্রদের একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের রায় দেয়া হয়।
সোমবার দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল হাসান এই রায় দেন। দণ্ডিতরা হচ্ছেন, দেলদুয়ার উপজেলার পাছ এলাসিন গ্রামের সাগর মিয়া (৬০), তার তিন ছেলে এরশাদ মিয়া (২৮), রাশেদ মিয়া (২৬) ও মনিরুল ইসলাম (২২)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ২০১৫ সালের ১৮ জুলাই বাড়ির সীমানাসংক্রান্ত জটিলতা নিয়ে দেলদুয়ার উপজেলার পাছ এলাসিন গ্রামের মজনু মিয়া (৩৫)-এর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে দণ্ডিত আসামিরা হামলা চালিয়ে তাকে হত্যা করে। পরে নিহত মজনু মিয়ার স্ত্রী বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আলমগীর খান মেনু। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট বাকী মিয়া।
পরবর্তী খবর অপহরণ, ধর্ষণ অতঃপর চুরির অপবাদ