সানি ও নাসরিনের সমঝোতা আপসনামা আদালতে দাখিল
ই-বার্তা
প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার
| দুপুর ০১:২৫
ক্রিকেট
ই-বার্তা।। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য আরাফাত সানি ও তার স্ত্রী নাসরিন সুলতানার মধ্যে আপস-মীমাংসা হয়েছে। এ বিষয়ে সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় উভয় পক্ষ আদালতে একটি আপসনামা দাখিল করে।
এরপর ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা আসামি আরাফাত সানির জামিন স্থায়ী করেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল এসব তথ্য জানিয়েছেন।
আপসনামায় বলা হয়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর চার লাখ টাকা দেনমোহরে আমরা (আরাফাত সানি ও নাসরিন সুলতানা) বিবাহবন্ধনে আবদ্ধ হই। যা এখন বেড়ে ১০ লাখ টাকা হবে এবং অদ্য সোমবার পুনরায় বিয়ে রেজিস্ট্রি করে নেব।
এ ছাড়া আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিতে সৃষ্ট মামলা প্রত্যাহার করে নেব এবং এখন থেকে সুখে-শান্তিতে দাম্পত্যজীবন অতিবাহিত করব।
আদালত সূত্র জানায়, সাত বছর আগে পরিচয়ের সূত্র ধরে আরাফাত সানি ও ওই তরুণীর ঘনিষ্ঠতা হয়। ২০১৪ সালের ৪ ডিসেম্বর অভিভাবকদের না জানিয়ে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের তিন বছরেও সানি ওই তরুণীকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নেননি।
২০১৬ সালের ১২ জুন রাতে নাসরিন সুলতানা নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে আসল ফেসবুক আইডিতে মেসেঞ্জারে সানি ও ওই তরুণীর অন্তরঙ্গ কিছু ছবি পাঠানো হয়।