রোহিঙ্গা নির্যাতন নিয়ে উদ্বেগ অ্যাঞ্জেলিনা জোলির


ই-বার্তা প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০১৭, বুধবার  | বিকাল ০৩:২৬ অন্যান্য

ই-বার্তা।। হলিউডের তারকা অ্যাঞ্জেলিনা জোলি। জনপ্রিয়তার শীর্ষে আছেন তিনি। কাজও করছেন বেশ কিছু দিন ধরেই জাতিসংঘের শরণার্থীবিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে। তবে তিনিও মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
মিয়ানমার সরকারকে রোহিঙ্গা হত্যা বন্ধ করে শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার কথা জানান জোলি।

মিয়ানমার সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। পাশাপাশি শরণার্থীদের জন্য রাখাইন রাজ্যে ফিরে আসার সুযোগ তৈরি করতে হবে। রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে।

অং সান সু চির প্রতি অ্যাঞ্জেলিনা জোলি বলেন, এই পরিস্থিতিতে আমরা চাই, অং সান সু চি মানবাধিকারের পক্ষে কথা বলবেন। মানবাধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
জার্মান সাপ্তাহিক ওয়ার্ল্ড অন সানডের সঙ্গে এক সাক্ষাৎকারে গতকাল রোববার জোলি এই উদ্বেগ প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ