গড়িয়ে গড়িয়ে ম্যারাথন শেষ করলেন ডেভন বেইলিং
ই-বার্তা
প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০১:৪২
অন্যান্য
ই-বার্তা ।। একটি ম্যারাথন শেষ করতে আপনাকে কত কিলোমিটার দৌড়ানো লাগবে জানেন? যদিও প্রথমে এমন কোন নির্দিষ্ট দূরত্ব নির্ধারণ করা ছিল না, তবে এখন তা নির্ধারণ করা হয়েছে ৪২.১৯৫ কিলোমিটারে। আর ম্যারাথন এমন একটি খেলা যেখানে একই সঙ্গে ক্রীড়াবিদদের সঙ্গে সৌখিন দৌঁড়বিদরাও অংশ নেয়ার সুযোগ পেয়ে যান।
প্রতিযোগীতার পাশাপাশি অনেক সময় সামাজিক সচেতনতার জন্যও বিভিন্ন দেশে ম্যারাথনের আয়োজন করা হয়। ব্যাপক উৎসাহ নিয়ে প্রতিযোগিরা ম্যারাথনে অংশ নিলেও ম্যারাথন শেষ করতে পারে
না বেশিরভাগ প্রতিযোগী।
তবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ম্যারাথনে অংশ নেয়া ডেভন বেইলিং নামে এক তরুণী ম্যারাথন শেষ করতে যেয়ে উজাড় করে দিলেন নিজের সবটুকু, শেষের দিকটা পাড় করলেন গড়িয়ে গড়িয়ে যা রীতিমতো অবাক করেছে সবাইকে।
ডেভন ম্যারাথন শেষ করার ঠিক আগ মুহূর্তে পড়ে যান। উঠে নতুন করে দৌঁড়ানোর মতো শক্তিও তার তখন ছিল না। তবে দেহের চেয়ে তার মনের জোর ছিল অনেক বেশি, তাইতো গড়িয়ে গড়িয়েই শেষ করলেন ম্যারাথন শেষ করলেন ডেভন বেইলিং।
আগের খবর এক নজরে আজকের খেলাধুলার সময় সূচি
পরবর্তী খবর শনিবারের খেলার সময় সূচি