যুক্তরাষ্ট্রে এরদোগানের সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা
ই-বার্তা
প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০১৭, শনিবার
| সকাল ১১:৪১
আমেরিকা
ই-বার্তা।।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করেছে বিক্ষোভকারীরা। এসময় মারামারির ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার বিকালে নিউইয়র্ক হোটেলের সমাবেশে এরদোগান বক্তব্য শুরু করলে এ ঘটনা ঘটে।
ম্যারিওট মারকুইস হোটেলের বলরুমে বিক্ষোভকারীরা এতে এরদোগানের নাম ধরে চিৎকার করতে থাকে। তারা চিৎকার করে স্লোগান দেয়, আপনি সন্ত্রাসী। (ইউআরএ টেররিস্ট) আমাদের দেশ থেকে বেরিয়ে যান।
এসময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।
ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের একজন মাইকেল ইসরাইলের ছবি সংবলিত টি-শার্ট পরে ছিলেন।
মাইকেল এক মার্কিন নাগরিক, যিনি কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সময় তুরস্কের বিমান হামলায় নিহত হন। নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের ওপর চড়াও হন এবং তাদের ধাওয়া করে বের করে দেন। বিক্ষোভে অংশ নেয়া ৬ জনের মধ্যে একজনকে চিহ্নিত করা করেছে।
মেগান বতিদি নামের ওই ব্যক্তি বলেন, তাদের লক্ষ্য ছিল তুরস্ক ও সিরিয়ায় কুর্দিদের ওপর আঙ্কারার যুদ্ধাপরাধ ও মানবাধিকার লংঘনের বিষয়টি সবার দৃষ্টিতে আনা।