ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডে আজ


ই-বার্তা প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০১৭, রবিবার  | দুপুর ০২:০৩ ক্রিকেট

ই-বার্তা।। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডে আজ রবিবার বিকাল ৪ টায় শুরু হবে।

স্বাগতিকদের কাছে প্রথম ম্যাচ হেরেছিলো ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে মাঠে বল গড়িয়েছে মাত্র ২.২ ওভার। এরপরই বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হয়ে যায়। একসময় পরিত্যাক্ত ঘোষণা করা হয় দ্বিতীয় ওয়ানডে। কিন্তু প্রথম ম্যাচ হেরেই ওয়েস্ট ইন্ডিজের সরাসরি বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ আজ তৃতীয় ম্যাচ জিতে সিরিজে ফিরতে মরিয়া হয়ে থাকবে। আর ইংল্যান্ডও চাইবে ম্যাচটি জিতে সিরিজে নিরাপদে থাকতে। শক্তির বিচারে ক্যারিবীয়দের থেকে অনেক এগিয়ে ইংলিশরা। সুযোগ থাকছে দুই দলের সামনেই এই ম্যাচটা জেতার।

খেলাটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ২ ও স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ