সাড়ে ৪ লাখ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
ই-বার্তা
প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০১৭, রবিবার
| দুপুর ০২:৩৭
অপরাধ
ই-বার্তা ।। মিয়ানমারের দুই নাগরিককে কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৪ লাখ ৩৫ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে বিজিবি।
এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৩টার দিকে টেকনাফের নাফ নদী এলাকা থেকে একটি নৌকাসহ দুই মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংগদুর মাংগালার বাসিন্দা মো. কামাল আহম্মদ (৪৫) ও মো. ইলিয়াস (৩০)।
রাতে নাফ নদীতে নৌকা নিয়ে পালানোর সময় বিজিবির টহল দল দুইজনকে আটক করে বলে জানান টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরিফুল ইসলাম জমাদ্দার।
পরে তাদের কাছ থেকে ইয়াবাভর্তি দুটি বস্তা পাওয়া যায়। বস্তা দুটিতে সব মিলিয়ে ৪ লাখ ৩৫ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় যার দাম আনুমানিক ১৩ কোটি ৪৭ লাখ টাকা।
আটক দুইজনকে থানা পুলিশে সোপর্দ করে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান মেজর শরিফুল।
আগের খবর ১২০ কেজি গাঁজা আটক
পরবর্তী খবর মাদকাসক্ত ভাইয়ের হাতে ভাই খুন