প্রাথমিক পাঠ্য বইয়ের ভূল সংশোধন করা হচ্ছে -গণশিক্ষা মন্ত্রী
ই-বার্তা
প্রকাশিত: ১১ই এপ্রিল ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৪:২৪
অন্যান্য
ই-বার্তা প্রতিবেদক।। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক পাঠ্য বইয়ে যেসব ভুল আছে তা পড়ানো হচ্ছে না। তিনি বলেন, “সব বইতে পরিবর্তন করা এখনই সম্ভব নয়। যতটুকু সংশোধনী করানো দরকার তা করা হচ্ছে”। তিনি আরও বলেন বইয়ের ভুলগুলোর বিষয়ইয়ে শিক্ষকদের নির্দেশনা পাঠিয়ে দেয়া হয়েছে। সেভাবেই কাজ করছেন শিক্ষকরা।
চলতি বছর অষ্টম শ্রেণি সাময়িকী বা জেএসসি পরীক্ষার দায়িত্ব সম্পর্কে এক প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, “সবকিছু মানুষের প্রত্যাশা অনুযায়ী সব কিছু ঠিক সময়ে এগিয়ে যায় না । প্রত্যাশা আমাদের অনেক বড়। সেই জায়গাটায় পৌঁছতে আমাদের সময় লাগবে। আমাদের চেষ্টা আছে, প্রতিদিনই চিন্তা করছি কীভাবে লক্ষ্যে পৌঁছাবো”।