রাতে বাংলাদেশে আসছে আফগান যুবরা
ই-বার্তা
প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০১৭, সোমবার
| দুপুর ০২:১০
ক্রিকেট
ই-বার্তা।। বাংলাদেশের সাথে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ রাতে বাংলাদেশে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
ঢাকায় আসার পর রাতটা কাটিয়ে মঙ্গলবার সকালে সিলেট যাবে সফরকারীরা। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। সিলেটেই হবে সবগুলো ম্যাচ।
ইতোমধ্যে সিরিজের প্রস্তুতি সেরে নিয়েছে টাইগার যুবারা। সিলেট বিভাগীয় একাদশের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে সাইফ-আফিফরা। আর দুটি ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা।
২৮ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের মূল মিশন শুরু। দ্বিতীয়টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর। তৃতীয় ও চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ ও ৪ অক্টোবর। ৬ অক্টোবর পঞ্চম ও শেষ ম্যাচে অংশ নেবে দু’দল।
পরবর্তী খবর ঘোষনা হলো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি