ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন
ই-বার্তা
প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০১৭, সোমবার
| বিকাল ০৫:৫২
রাজনীতি
ই-বার্তা ।। ত্রানমন্ত্রী জানিয়েছেন, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে পুনর্বাসন করা হবে।
সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো শাহ কামাল।
এর আগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক কমিশনার ফিলিপস ক্যান্ডিওর সঙ্গে বৈঠক করেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
শাহ কামাল বলেন, ২৫ আগস্ট থেকে মিয়ানমার থেকে কমপক্ষে চার লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এ ছাড়া এর আগে বিভিন্ন সময়ে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিপুলসংখ্যক এই রোহিঙ্গার জন্য হাতিয়ার ভাসানচরে উপযুক্ত জায়গা রয়েছে। তাদের সেখানে পুনর্বাসন করার পরিকল্পনা নিয়েছে সরকার।
জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সচিব।