শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তামিম
ই-বার্তা
প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার
| সকাল ১০:৫৬
ক্রিকেট
ই-বার্তা।। দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনই উরুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। এরপর আর তিনি খেলতে নামতে পারেননি।শঙ্কা দেখা দিয়েছিল বাংলাদেশের এই ওপেনারকে নিয়ে। এদিকে আবার হাতের ইনজুরিতে পড়েছিলেন আরেক ওপেনার সৌম্য সরকার। যদিও তিন দিনের প্রস্তুতি ম্যাচ শেষে থিহান চন্দ্রমোহন জানিয়েছিলেন, দুই ওপেনারের অবস্থা ভালো। টিম ম্যানেজমেন্ট আশা করছেন, প্রথম টেস্ট খেলতে পারবেন দুইজনই।
তবে সুখের খবর হচ্ছে, পচেফস্ট্রমে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার দুই দিন আগেই অনুশীলনে ফিরতে পেরেছেন বাংলাদেশ দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ এবং ওপেনার তামিম ইকবাল। আজ নেটে ব্যাটিং অনুশীলন করেছেন বাংলাদেশ দলের ওপেনার।
টিম ম্যানেজমেন্ট সুত্রে জানা গেছে, উরুতে যে ব্যাথা অনুভব করেছিলেন তামিম সেটা আপাতত সেরে গেছে। শুধু নেটে ফেরাই নয়, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট প্রত্যাশা করছে তামিম প্রথম টেস্ট খেলতে পারবেন।
পরবর্তী খবর বদলে যাচ্ছে ক্রিকেটের নিয়ম