দল নির্বাচনে বন্ধুদের প্রাধান্য দিচ্ছেন স্মিথ !


ই-বার্তা প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০১৭, বুধবার  | বিকাল ০৩:৫১ ক্রিকেট

ই-বার্তা।। দুই ম্যাচ বাকি থাকতেই ভারতের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। আর এ কারণেই বোধ হয় স্টিভেন স্মিথের পারফম্যান্স আর নেতৃত্বগুণ নিয়ে গুরুতর এক অভিযোগ তুলে বসেছেন রোডনি হগ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারের দাবি, দল নির্বাচনে নিজের বন্ধুদের প্রাধান্য দিচ্ছেন স্মিথ।

সিইএন রেডিও স্টেশনে দেয়া এক সাক্ষাতকারে অধিনায়ক স্মিথকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেছেন, `তারা তো নিজেদের বন্ধু-বান্ধবদের বেছে নিচ্ছে। স্মিথের অবশ্যই নির্বাচক হওয়া উচিৎ নয়। আপনি কখনোই নিজের বন্ধুদের দলে বাড়তি সুযোগ দিতে পারেন না।

দল নির্বাচনে অস্ট্রেলিয়াকে আরও স্বচ্ছ হওয়ার আহ্ববান জানিয়েছেন হগ। সাবেক এই পেসার সবকিছুতেই স্মিথের বাড়তি প্রভাব দেখছেন। তিনি বলেন, ‘আমাদের স্বচ্ছ হতে হবে। এখানে কিছুটা অন্যরকম ব্যাপার হচ্ছে। আমার মনে হয়, অধিনায়ক নিজের মত করে সব চালাচ্ছেন। যেভাবে সবকিছু চলছে, সেটা প্রশ্নের জন্ম দেয়ার কথাই।

পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে পিছিয়ে। বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুতে সিরিজের চতুর্থ ওয়ানডে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ