ঘোষণা হলো ইংল্যান্ডের অ্যাশেজের দল


ই-বার্তা প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০১৭, বুধবার  | বিকাল ০৫:০২ ক্রিকেট

ই-বার্তা ।। ইংল্যান্ড দলের নির্বাচক জেমস হোয়েটেকার বুধবার ১৬ সদস্যের দল ঘোষণা করেন নভেম্বরে শুরু হতে যাওয়া অ্যাশেজের জন্য ।

জেমস ভিন্স এবং গ্যারে ব্যাল্যান্স ডাক পেয়েছেন ইংল্যান্ডের অ্যাশেজের দলে। পায়ের গোড়ালির ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় বাদ পড়েছেন পেসার মার্ক উড। গত বুধবার নাইটক্লাবে মারামারির জেরে গ্রেফতার হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই দল থেকে বাদ পড়া বেন স্টোকসকেও রাখা হয়েছে দলে। দলের সহকারী অধিনায়ক হিসেবেই দায়িত্ব পালন করবে স্টোকস। অধিনায়ক হিসেবে থাকছেন জো রুট।

অ্যাশেজের জন্য ইংল্যান্ড দল:
জো রুট (অধিনায়ক), অ্যালেস্টার কুক, মার্ক স্টোনম্যান, ডেভিড মালান, গ্যারে ব্যাল্যান্স, জেমস ভিনস, মঈন আলী, মাসুন ক্রেন, বেন ফোকস, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), বেন স্টোকস, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, জ্যাক বল এবং ক্রেইগ ওভারটন।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ