এখতিয়ারের বাইরে কাজ করবে না নির্বাচন কমিশন


ই-বার্তা প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০১৭, বুধবার  | সন্ধ্যা ০৬:১৭ রাজনীতি

ই-বার্তা ।। নির্বাচন কমিশন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে। নির্বাচন কমিশন ৪০ টি দলের মধ্যে ইতমধ্যে ১৮ টি দলের সঙ্গে সংলাপ শেষ করেছে। প্রতিটি দল নির্বাচনে সেনা মোতায়েন, অনলাইনে মনোনয়ন জমা নেওয়া, ভোটের আগে সংসদ ভেঙ্গে দেওয়া, নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করা, সুষ্ঠ নির্বাচন করতে কমিশনের যথাযথ ক্ষমতা প্রয়োগ করাসহ বিভিন্ন প্রস্তাব দিচ্ছে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে এ পাঁচটি বিষয়ে প্রায় সব দলই একমত হয়েছে বলে।

দল গুলোর দাবির পেক্ষিতে ইসি বলছে, সেনা মোতায়েনের বিষয়টি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। আর নির্বাচনকালীন সরকারের বিষয়টি ইসির এখতিয়ারে নেই বলে জানিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, সংলাপ শেষে যেসব বিষয় ইসির এখতিয়ারে নেই সেগুলো প্রকৃতপক্ষে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়।

ইসির পক্ষে ওইসব বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ নেই। তাই রাজনৈতিক দলগুলোর এসব দাবি সরকারের কাছে লিখিত আকারে পাঠানো হবে বলে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন।

নির্বাচনী আইন সংস্কারের দায়িত্বপ্রাপ্ত এই নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনী আইন সংস্কারে সংলাপ থেকে আসা সুপারিশগুলোকে গুরুত্ব দেওয়া হবে। অক্টোবরে আমাদের সংলাপ শেষ হয়ে যাচ্ছে। সংলাপে যে বক্তব্যগুলো উঠে আসছে একই রকম সেগুলোকে গুরুত্ব দেব আমরা।

আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ আরো মোট ২১ টি দলের সঙ্গে সংলাপ বাঁকি রয়েছে। দলগুলো হল-

২ অক্টোবর: সকাল ১১টায় বাংলাদেশ মুসলিম লীগ; বিকাল ৩টায় বাংলাদেশ খেলাফত আন্দোলন
৪ অক্টোবর: সকাল ১১টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন; বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)
৫ অক্টোবর: সকাল ১১টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিকাল ৩টায় জাকের পার্টি
৮ অক্টোবর: সকাল ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি); বিকাল ৩ টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
৯ অক্টোবর: জাতীয় পার্টি।
১০ অক্টোবর: সকালে বিকল্পধারা বাংলাদেশ; (বিকালে ইসলামী ঐক্যজোট-পুননির্ধারিত)।
১১ অক্টোবর: সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি; বিকালে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।
১২ অক্টোবর: সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি; বিকালে গণতন্ত্রী পার্টি।
১৫ অক্টোবর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
১৬ অক্টোবর: সকালে কৃষক শ্রমিক জনতা লীগ; বিকালে বাংলাদেশের সাম্যবাদী দল(এমএল)।
১৮ অক্টোবর: ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
১৯ অক্টোবর: সকালে জাতীয় পার্টি-জেপি; বিকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।
এরপর ২২ অক্টোবর পর্যবেক্ষক, ২৩ অক্টোবর নারী নেত্রী এবং ২৪ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় করবে ইসি।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ