ভাসমান মন্ডপে দেবী দুর্গার আগমন


ই-বার্তা প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০১৭, বুধবার  | সন্ধ্যা ০৭:০৫ বরিশাল

ই-বার্তা ।। বরিশাল নগরের কালিবাড়ি রোডের পাষাণময়ী কালী মন্দিরে প্রতিবছরের মতো এবারও শারদীয়া দুর্গাপূজা বিশেষ আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে ।

এই মন্দিরের পাশেই পুকুরে তৈরি করা হয়েছে ভাসমান মণ্ডপ। কাঠ-বাঁশ দিয়ে মাচা বানিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেবী দুর্গার মণ্ডপ তৈরির কাজ শেষ হয়েছে আগেই।

দেবীর বোধন আমন্ত্রণের মাধ্যমে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় নয়নাভিরাম আকর্ষণীয় ভাসমান পূজা মণ্ডপ।

পাষাণময়ী মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ দাস বিশু বলেন, ২০৫ বছরের পুরনো কালী মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ৫৪ বছর ধরে। আগে মন্দিরের মধ্যেই আয়োজন করা হলেও গত পাঁচ বছর থেকে পুকুরের মধ্যে মণ্ডপ স্থাপন করে মায়ের আরাধনা করা হচ্ছে। যা ভক্তদের আকর্ষণ বাড়িয়ে তুলছে।

সর্বশেষ সংবাদ

বরিশাল এর আরও সংবাদ