শেখ হাসিনাকে “মাদার অফ হিউম্যানিটি” খেতাব
ই-বার্তা
প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০২:২৭
রাজনীতি
ই-বার্তা ।। মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধরা মুসলিম রোহিঙ্গাদের হত্যা করছে। রোহিঙ্গারা জীবন বাঁচাতে বাংলাদেশে আসছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে আশ্রয় দিচ্ছে। রোহিঙ্গাদের জন্য তৈরী করা হচ্ছে নিরাপদ আশ্রয় শিবির। সেই দৃশ্য দেখে ব্রিটিশ সাংবাদিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অফ হিউম্যানিটি’ খেতাবে ভূষিত করেছেন বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।
বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ আয়োজিত এক আলেচনা সভায় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ আলোচনা সভা হয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু না থাকলে এদেশ স্বাধীন হতো না। আর আমিও মুক্তিযোদ্ধা হতে পারতাম না। মুসলিম রোহিঙ্গাদের হত্যা করছে অং সান সূচির দেশের সেনাবাহিনী। তিনি তো নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর আমাদের দেশের সুদ ব্যবসায়ী ড. ইউনুসও নোবেল পুরস্কার পেয়েছন কিন্ত আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তিনি নোবেল পুরস্কারের আশায় তাদেরকে আশ্রয় দেননি। আমি মনে করি তাকে নোবেল দেওয়া উচিত।
আগের খবর ‘৭১’ এ পা দিলেন প্রধানমন্ত্রী
পরবর্তী খবর মা সুস্থ আছেনঃ জয়