রোহিঙ্গাদের ত্রাণ হস্তান্তর করলেন হর্ষবর্ধন


ই-বার্তা প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:৩২ চট্টগ্রাম

ই-বার্তা ।। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ভারত ৮শ ৭ টন ত্রাণ সামগ্রী পাঠালো। ভারতের দেয়া ত্রাণ সামগ্রী চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম সমুদ্র বন্দরে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর কাছে এ ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।

ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, ভোজ্য তেল, লবণ ও চিনিসহ বিভিন্ন সামগ্রী রয়েছে। ৬২ হাজার প্যাকেটে এসব ত্রাণ সামগ্রী নিয়ে ভোরে আইএনএস ঘরিয়াল নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

এরআগে গত ১৪ ও ১৫ই সেপ্টেম্বর দুই দফায় আরো একশ ৭ টন ত্রাণ সামগ্রী পাঠায় ভারত সরকার। এদিকে, ৫৩ টন ত্রাণ সামগ্রী নিয়ে চীনের একটি কার্গো বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম এর আরও সংবাদ