যেভাবে আছে রোহিঙ্গারা
ই-বার্তা
প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| রাত ০৮:১৬
বিশেষ প্রতিবেদন
ই-বার্তা।। আধুনিকতার সব ছোয়া আমাদের মাঝে আছে। সবই আমরা পাচ্ছি। কিন্ত একটু লক্ষ্য করলে দেখা যাবে কি মানবেতর জীবন যাপন করছে রোহিঙ্গারা। প্রায় ১ মাস এর উপরে হলো এখনো এই সমস্যা সমাধান হয়নি। কি অসহায় জীবন পার করছে তারা সেটা এখন সবারি জানা।
মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে বাচতে সবকিছু হারিয়া আজ তারা একাকী। খাওয়া,থাকা,স্যানিটেশন,পানি সহ হাজারো সমস্যা ঘিরে আছে রোহিঙ্গাদের নিয়ে। গর্ভবতী নারী আর শিশুরাই যেন এর শিকার বেশি। রোদ ,ঝড় ,পানি সব কিছুই তাদের নিত্য দিনের সঙ্গী এখন।তারপরেও বেচে থাকার লড়ায়ে যুদ্ধ
করে যাচ্ছে তারা।
আধুনিকতার যুগে ব্যবহার করতে হচ্ছে আদিম যুগের কেরাসিন তেলের ল্যাম্প। যার দাম কিনা ৩৫ টাকা আর ২৫ টাকা। যাদের কিছু টাকা আছে তারা হয়ত কিনতে পারছে আর যারা একদমই অসহায় তারা অন্ধকারেই আছে ।
মোবাইলের চার্জ নিয়েও পড়েছে বিপাকে। যাদের কাছে মোবাইল আছে তারা চার্জটুকুও দিতে পারছেনা। মেইন রাস্তার পাশে ৫ টাকা ১০ টাকা দিয়ে চার্জ করছে মোবাইল।
স্যানিটেশনের অভাবে আবহাওয়াও দূষিত হতে শুরু করেছে আর পানির অভাবে মারাও যাচ্ছে অনেকে।
এভাবেই মানবেতর দিন কাটাচ্ছে রোহিঙ্গারা। দিন দিন কষ্ট যেন তাদেরকে জেকে বসেছে।