অতিবৃষ্টিতে নদ-নদীর ৪৭ পয়েন্টে পানি বৃদ্ধি
ই-বার্তা
প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০১৭, শনিবার
| বিকাল ০৫:২২
অন্যান্য
ই-বার্তা ।। ভারী বর্ষণে কয়েক দিনে দেশের বিভিন্ন নদ-নদীর ৪৭টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া ৩৯ পয়েন্টে কমেছে এবং চারটি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্র শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সমতলে বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে।
ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতলে বৃদ্ধি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
আগের খবর ২০১৬ তে সড়ক দূর্ঘটনায় নিহত ৫০০৩ জন
পরবর্তী খবর এক মাসের ছুটির আবেদন প্রধান বিচারপতির