‘হায় হোসেন, হায় হোসেন’ মাতামে মূখর তাজিয়া মিছিল


ই-বার্তা প্রকাশিত: ১লা অক্টোবর ২০১৭, রবিবার  | দুপুর ০১:০৩ রাজধানী

ই-বার্তা ।। ব্যাপক পুলিশি নিরাপত্তায় ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমে শুরু হয়েছে তাজিয়া মিছিল।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর হোসনি দালান থেকে শুরু হয় তাজিয়া মিছিল।

এর আগে মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে বের করা হয় তাজিয়া মিছিল।

তাজিয়া মিছিলের মূল লক্ষ্য কারবালার ইতিহাস উপস্থাপন ও শোক প্রকাশ। মিছিলে অংশগ্রহণকারীরা অনেকেই বিভিন্ন নিশান নিয়ে এসেছেন। বেশিরভাগ মানুষের পরনে কালো পোশাক। মিছিলে বহন করা হয়েছে ইমাম হোসেন (রা.) এর সমাধির আদলের প্রতিকৃতি।

নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে রাস্তার দুপাশে। এছাড়া মিছিলের সামনে ও পেছনে রয়েছে পুলিশের প্রহরা।

মিছিলে জিঞ্জির দিয়ে শরীরে আঘাত করে মাতম করে অনেকেই। তবে বিগত দুই বছর ধরে নিরাপত্তার জন্য পুলিশের নির্দেশনা অনুসারে জিঞ্জির দিয়ে শরীরে আঘাত করা হয় না।

আজিমপুর রোডের পাশে দাড়িয়ে থাকা গোলাম হোসেন নামে একজন জানান, বিভিন্ন উদ্দেশে মানত করে এসব দেয়া হবে তাজিয়া মিছিলে। কেউ কেউ টাকাও দেন।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ