৬২০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ই-বার্তা
প্রকাশিত: ৩রা অক্টোবর ২০১৭, মঙ্গলবার
| দুপুর ০১:৪৮
রাজধানী
ই-বার্তা ।। রাজধানীতে ৬২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অবৈধ মাদক উদ্ধার ও প্রতিরোধ টিম।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৪ টা ৩৫ মিনিটের দিকে খিলগাঁও থানার রামপুরা-বনশ্রী-ডেমরা লিংক রোডের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-খোকন (২৯) ও তানিয়া আক্তার (৩০)। এ সময় তাদের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে আরো জানা যায়, একই দিনে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটের দিকে মুগদা থানার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে আরো একজন মাদক ব্যবসায়ীকে ৬০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম-কামরুল হাসান ওরফে শাকিল (২১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা রাজধানীসহ ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকের ব্যবসা করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও ও মুগদা থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।
পরবর্তী খবর ময়লার স্তূপ থেকে নবজাতক উদ্ধার