কেবিসির এই সিজনের প্রথম কোটিপতি


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০১৭, বুধবার  | বিকাল ০৫:১৫ ছোট পর্দা

ই-বার্তা।। দেখতে দেখতে ইন্ডিয়া সহ বিশ্বের অনেক দেশে ভীষণ জনপ্রিয় টিভি শো কন বানেগা কোররপতি (কেবিসি) এর নবম সিজন চলে এলো। এই সিজনের প্রথম কোটি রুপি বিজেতা একজন বাঙালি নারী। নাম তার অনামিকা মজুমদার।

বি. কম পাশ করা এই নারী ইন্ডিয়ার ঝারখান্ডে একটি এনজিও পরিচালনা করেন। ফেইত ইন ইন্ডিয়া নামের ওই এনজিও টি নারী ও শিশুদের স্বাস্থ এবং সুরক্ষা নিয়ে কাজ করে। ৪১ বছর বয়স্ক অনামিকা মজুমদার তার জয়ের পুরো টাকা এনজিওটির জন্য এবং ঝারখান্ডের নারী ও শিশুদের উন্নয়নের জন্য ব্যায় করতে চান।

ব্যক্তি জীবনে অনামিকা দুই সন্তানের জননী। তার স্বামী একটি কন্সট্রাকশন ফার্মের মালিক।

গত সিজনের মত এই সিজনও এবার হোস্ট করেছেন, বলিউডের বিগ বি ক্ষেত অভিনেতা অমিতাভ বচ্চন।

সর্বশেষ সংবাদ

ছোট পর্দা এর আরও সংবাদ