নাইজার-যুক্তরাষ্ট্রের ৮ সেনা নিহত
ই-বার্তা
প্রকাশিত: ৫ই অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০১:১৯
আমেরিকা
ই-বার্তা।। নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্র ও নাইজারের যৌথ টহলের সময় সন্ত্রসী হামলায় আট সেনা নিহত এবং দুই সেনা আহত হয়েছেন।
বুধবার দুই দেশের সেনাদের টহলে হামলা করলে নাইজারের পাঁচ সেনা এবং মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের তিন সেনা নিহত হয়েছেন।
ওই হামলার ঘটনায় আরো দুই সেনা আহত হয়েছেন। এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আল কায়েদা এবং ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনের সদস্যদের উপস্থিতি রয়েছে এমন খবরের ভিত্তিতে রুটিন মাফিক টহল দিচ্ছিলেন দেই দেশের সেনারা।
সে সময় যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স গ্রিন বেরেটস-এর সদস্যদের ওপর হামলা চালানো হয়। তবে দুই দেশের সেনাবাহিনীর যৌথ টহলে কারা ওই হামলা চালিয়েছে তা পরিস্কার নয়।
নাইজারের এক কূটনীতিক বলেছেন, হামলাকারীরা মালি থেকে এসেছিল। তারা সেনাদের হত্যা করেছে।
পরবর্তী খবর বিবাহের ২৫ বছর পর মিশেলকে চমকে দিলেন ওবামা