কোটি টাকার বিদেশি মুদ্রা সহ আটক ১
ই-বার্তা
প্রকাশিত: ৫ই অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০১:৫১
রাজধানী
ই-বার্তা ।। সৌদি রিয়াল, দিরহাম, মালয়েশিয়ান রিংগিত, থাই বাথ, ইন্ডিয়ান রুপি ও শ্রীলংকান রুপি সহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. মামুন মিয়া (৪১) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ।
ব্যাগ থেকে উদ্ধার করা বিদেশি মুদ্রার মূল্য এক কোটি ২৮ লাখ ৪২ হাজার টাকা। এ সময় ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দিনগত রাত ২টার দিকে ১৬ নম্বর বোর্ডিং ব্রিজে এয়ারলাইনসের চেক-ইন কাউন্টার থেকে ওই যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শুল্ক গোয়েন্দা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে মালয়েশিয়া যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরের বহির্গমন এলাকা থেকে ওই যাত্রীকে আটক করা হয়।
এর পর তার ব্যাগ তল্লাশি করে ওই বিদেশি মুদ্রা পাওয়া যায়। যার মূল্য এক কোটি ২৮ লাখ ৪২ হাজার টাকা।
এসব মুদ্রা তার ব্যাগের ভেতরে ছবিবিহীন একটি ফটো অ্যালবামসহ বিভিন্ন জায়গায় লুকানো ছিল।
এ ঘটনায় মামুন মিয়াকে শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার দেখানো হয়েছে। এসব মুদ্রা তিনি চোরাচালান করার চেষ্টা করছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে
আগের খবর ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী খবর স্থবির রাস্তাঘাট স্থবির জীবনযাত্রা