এবার জেসিয়া ইসলাম বিশ্বসুন্দরীর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন
ই-বার্তা
প্রকাশিত: ৬ই অক্টোবর ২০১৭, শুক্রবার
| সন্ধ্যা ০৬:৪৬
ছোট পর্দা
ই-বার্তা।। অনেক জল্পনা কল্পনার পর আবার নাম ঘোষণা করা হলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশের। তথ্য গোপন করার জন্য খেতাব হারাতে হয়েছে জান্নাতুল নাঈম এভ্রিলের। আর তার পরিবর্তে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচন করা হয়েছে জেসিয়া ইসলামকে। ফলে বিশ্বসুন্দরীদের সঙ্গে লড়তে যাচ্ছেন বাংলাদেশের তরুণী জেসিয়া ইসলাম।
বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি পাঁচতারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ি নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এখন জেসিয়া ইসলাম। এ প্রতিযোগিতায় আগের বিজয়ী ছিলেন জান্নাতুল নাঈম এভ্রিল। কিন্তু তার বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ এনে মুকুট প্রত্যাহারের ঘোষণা দেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার অন্যতম বিচারক বিবি রাসেল। এরপর নতুন করে বিজয়ী হিসেবে জেসিয়ার নাম ঘোষণা করা হলো।
আয়োজকরা জানান, জেসিয়া ইসলাম মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে চীনে অনুষ্ঠিত হওয়া মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
গত শুক্রবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলকে। পরবর্তী সময়ে অভিযোগ ওঠে আয়োজকদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করা হয়েছে। বিচারকমণ্ডলীর রায় অগ্রাহ্য করে এভ্রিলের মাথায় পরানো হয়েছে বিজয়ের মুকুট। একই সাথে এভ্রিলের বিরুদ্ধে বিয়ের তথ্য পাওয়া যায়। আর এই তথ্য গোপন করেই সে এই প্রতিযোগীতায় অংশ নেন। এ নিয়ে ওঠে বিতর্কের ঝড়। এই বিতর্কের অবসান ঘটাতে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী আজ সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্র্যান্ড ফিনালেতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করা ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, অভিনেত্রী শম্পা রেজা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, সহ-আয়োজক ওমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান মেহেদী হাসান ও টাইটেল স্পন্সর লাভেলোর ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক।
আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের দেওয়া তথ্য অনুযায়ী, এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে প্রায় ২৫ হাজার আগ্রহী নাম নিবন্ধন করেন। তাঁদের মধ্য থেকে কয়েকটি ধাপে বাছাই করা হয়েছে সেরা ১০ জনকে। এই ১০ জন হলেন রুকাইয়া জাহান, জান্নাতুল নাঈম, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা দত্ত, ফারহানা জামান, জান্নাতুল হিমি ও জেসিয়া ইসলাম। এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেওয়ার কথা।
আগের খবর জান্নাতুল নাইম এভ্রিল অযোগ্য
পরবর্তী খবর জীবনের নতুন চলচিত্র