ব্যক্তিগত কারণে শিরোনামহীন ছাড়ছিঃ তানযীর তুহীন


ই-বার্তা প্রকাশিত: ৭ই অক্টোবর ২০১৭, শনিবার  | দুপুর ০১:৩৪ সংগীত

ই-বার্তা ।। “আমি তানযীর তুহীন,ব্যক্তিগত কারণে শিরোনামহীন ছাড়ছি....কিন্তু গান নয়”। ফেসবুকে এমনই এক স্ট্যাটাস দিলেন শিরোনামহীন ব্যান্ডের কণ্ঠশিল্পী তানযীর তুহীন।

গতকাল রাত ৯ টার দিকে নিজের ফেসবুকে এমন পোস্ট দেখার পর থেকেই শুরু ভক্তদের রাগ, আক্ষেপ, আবেদন সব একই সাথে। হোক সে ভক্ত শিরোনামহীনের বা তানযীর তুহীনের, আক্ষেপটা একই রকম।

তানযীর তুহীন শিরোনামহীন ব্যান্ডে যোগদান করেন ২০০০ সালে। তারপর থেকে বাংলাদেশের ব্যান্ড সংগীতের মাঝে নিজের জায়গা করে নেন শীর্ষস্থানে। তার অগ্নিঝরা কণ্ঠে গত ১৭ বছর ধরে মেতেছে বাংলা ব্যান্ড সংগীতের শ্রোতারা।

তানযীর তুহীন এই পর্যন্ত শিরোনামহীনের হয়ে ৮টি অ্যালবামে কাজ করেছেন। তার অনন্য বিদ্রোহী কণ্ঠে কেঁপেছে দেশ, দেশের মানুষ।

সর্বশেষ সংবাদ

সংগীত এর আরও সংবাদ