মমতার কাটা মাথা এনে দিতে বললেন যোগেস ভারষ্ণে
ই-বার্তা
প্রকাশিত: ১২ই এপ্রিল ২০১৭, বুধবার
| বিকাল ০৩:৩১
এশিয়া
ই-বার্তা প্রতিবেদক।। হনুমান জয়ন্তীর মিছিলে পুলিশের লাঠিচার্জকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটা মাথার জন্য পুরস্কার ঘোষণা করলেন ক্ষমতাসীন বিজেপি-র যুব মোর্চার নেতা যোগেস ভারষ্ণে। তিনি বলেন, “যদি কেউ আমায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাটা এনে দিতে পারেন, তবে তাকে আমি ১১ লাখ রুপি পুরস্কার দেব”। গতকাল মঙ্গলবার সিউড়িতে হনুমান জয়ন্তীর মিছিলে পুলিশের লাঠিচার্জ এর ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হয়েছেন তিনি। তিনি আরও বলেন, “মমতা হিন্দুদের লক্ষ্যবস্তু বানিয়েছেন”।
হনুমান জয়ন্তী উপলক্ষে গতকাল সকালে সিউড়ির বড়বাগান থেকে মিছিল বের করেন শতাধিক মানুষ। তৃণমূল জানান, এই মিছিলের জন্য পুলিশের অনুমতি ছিল না এবং মিছিল যাতে না হয় সে জন্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে অনুরোধ করেছিল প্রশাসন। কিন্তু পুলিশের অনুমতি ছাড়াই সেই মিছিল বের হয় এবং এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মিছিলের
আগের খবর ভারতেকে ইউরেনিয়াম দিবে আসট্রেলিয়া
পরবর্তী খবর কুকুর বিড়াল খাওয়া নিষেধ করলো তাইওয়ান