নারী টেনিসের নাম্বার ওয়ান সিমোনা হালেপ
ই-বার্তা
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০১৭, শনিবার
| বিকাল ০৫:৫৮
অন্যান্য
ই-বার্তা ।। সিমোনা হালেপ প্রথমবারের মতো নারী টেনিসের নাম্বার ওয়ান হলেন। ইয়েলেনা ওস্তাপেঙ্কোকে হারিয়ে শনিবার চায়না ওপেনের ফাইনালে জায়গা করে নেয়ার মধ্য দিয়ে সিমোনার শীর্ষে ওঠা নিশ্চিত হয়।
বেইজিংয়ে সেমিফাইনালের লড়াইয়ে ওস্তাপেঙ্কোকে ৬-২, ৬-৪ গেমে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন হালেপ। স্প্যানিশ তারকা গারবিনিয়ে মুগুরুজাকে টপকে র্যাং কিং এ শীর্ষে জায়গা করে নিলেন এই রোমানিয়ান সুন্দরী।
হালেপের চলতি বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওস্তাপেঙ্কোর কাছে হেরেই শিরোপার স্বপ্ন চূর্ণ হয়। তবে বেইজিংয়ে র্যাং কিংয়ের আট নম্বর তারকাকে হারাতে মোটেই বেগ পেতে হয়নি সিমোনাকে।
আগের খবর নির্বাসিত ব্রাজিল অলিম্পিক কমিটি
পরবর্তী খবর একনজরে সোমবারের খেলার সময়সূচি