মঙ্গল শোভাযাত্রা হচ্ছে সাংস্কৃতিক আন্দোলন
ই-বার্তা
প্রকাশিত: ১২ই এপ্রিল ২০১৭, বুধবার
| বিকাল ০৫:৩৫
অন্যান্য
ই-বার্তা প্রতিবেদক।। সোমবার বিকেলে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর চারুকলায় জয়নুল গ্যালারিতে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার তহবিল সংগ্রহের বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন ।মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি সম্পকে বলেন, আবহমান কাল ধরে এই ভূখণ্ডে বাংলা নববর্ষ উদ্যাপিত হচ্ছে। সময়ের প্রয়োজনের এ উৎসবের চরিত্র বদলেছে। একসময় নববর্ষ ছিল শুধুই উৎসব। বর্তমানের উৎসবের গণ্ডি পেরিয়ে নববর্ষ হয়ে উঠেছে মানবিকতা ও সম্প্রীতির উৎস। যখনই সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রতিবাদ হয়েছে এর মাধ্যমে। এর সঙ্গে কোনো ধর্মের কোনো আচারের সম্পর্ক নেই। মঙ্গল শোভাযাত্রা হচ্ছে সাংস্কৃতিক আন্দোলন। এটাকে সবাই ধারণ করে। তাই সবাইকে নিয়েই আমরা ওই অপশক্তির বিরুদ্ধে লড়াই করব। এ দেশ হচ্ছে সকল ধর্ম ও বর্ণের মানুষের। সেই মানুষদেরই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে অশুভ শক্তির।
পরবর্তী খবর অসুস্থ হয়ে হাসপাতালে শাকিব খান