হাইড্রোলিক হর্নের ব্যবহার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ


ই-বার্তা প্রকাশিত: ৮ই অক্টোবর ২০১৭, রবিবার  | বিকাল ০৩:০৮ অপরাধ

ই-বার্তা ।। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে নিকিটস্থ থানায় গাড়ির মালিক-চালকদের কাছে থাকা হাইড্রোলিক হর্ন জমা দিতে হবে।

রোববার এ আদেশ দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ।

গাড়িতে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধের নির্দেশনা চেয়ে করা এক রিটের শুনানি নিয়ে গত ২৩ আগস্ট হাইড্রোলিক হর্ন বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং সারাদেশে হাইড্রোলিক হর্ন বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি রাজধানীতে চলাচলকারী সব যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ, ২৭ আগস্টের পর কোনো গাড়িতে হাইড্রোলিক হর্ন থাকলে সে গাড়ি জব্দ এবং হাইড্রোলিক হর্নের আমদানি বন্ধ করে বাজারে এখনও যেসব হর্ন রয়েছে তা জব্দের নির্দেশ দেন হাইকোর্ট।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ