বিজিএমইএ ভবন ভাঙতে হবে ১২ এপ্রিলের মধ্যে
ই-বার্তা
প্রকাশিত: ৮ই অক্টোবর ২০১৭, রবিবার
| বিকাল ০৩:১৫
রাজধানী
ই-বার্তা ।। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে গড়ে তোলা বিজিএমইএ ভবন ভাঙতে আগামী বছরের ১২ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন।
রোববার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে এক বছর সময় চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
ভবন ভাঙার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হয়ে যাওয়ার পর গত ১২ মার্চ বিজিএমইএর আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ছয় মাস সময় দেন, যা গত ১২ সেপ্টেম্বর শেষ হয়।
তবে সময় শেষ হওয়ার আগেই গত ২৩ আগস্ট বিজিএমইএ কার্যালয় স্থানান্তরের জন্য সংগঠনটির পক্ষ থেকে পুনরায় এক বছর সময় চেয়ে আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি নিয়েই রোববার আদেশ দিলেন আপিল বিভাগ।
আগের খবর স্থবির রাস্তাঘাট স্থবির জীবনযাত্রা
পরবর্তী খবর রোহিঙ্গাদের মধ্যে ১৯ জন এইডস রোগীঃ নাসিম