কয়েকদিন ভারী বর্ষণের আশঙ্কা
ই-বার্তা
প্রকাশিত: ৮ই অক্টোবর ২০১৭, রবিবার
| বিকাল ০৪:৩৫
অন্যান্য
ই-বার্তা ।। কয়েক দিন দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে রোববার (৮ অক্টোবর) সকালে একথা বলা হয়।
পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দম্কা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ বিহার, উড়িষ্যা এবং লঘুচাপের কেন্দ্রস্থল উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে।
আগের খবর নীল তিমির কবলে ঢাকার কিশোরী
পরবর্তী খবর আবারো উপকূলে তিন নম্বর সতর্কতা সংকেত