অমিতাভ রেজা চৌধুরীর বইয়ের সাথে বন্ধুতা


ই-বার্তা প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৭, সোমবার  | সন্ধ্যা ০৬:৪৯ সিনেমা

আফিফা মোহসিনা অরণি।। ছেলেবেলায় বেশিরভাগ সময় কেটেছে হাসপাতালের বেডে শুয়ে। শরীর খারাপ থাকতো প্রায়শই। তাই খেলাধুলা বা ঘুরে বেড়ানোর জায়গায় তাঁর সখ্যতা হয় বইয়ের সাথে। জীবনের প্রথম হিরো ছিলেন- সত্যজিৎ রায়ের ফেলুদা। ভাবতেন বড় হলে ফেলুদার মত বুদ্ধিমান হবেন। বলছি বাংলাদেশে সুপারহিট পূর্ণদৈর্ঘ্য চলচিত্র ‘আয়নাবাজি’র মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করা অমিতাভ রেজা চৌধুরীর ছেলেবেলার কথা। একইসাথে যিনি একজন জনপ্রিয় বিজ্ঞাপন ও টিভি নাটক নির্মাতা।

সম্প্রতি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ইউল্যাবে এডজান্ট ফ্যাকাল্টি হিসেবে যোগদান করেছেন অমিতাভ রেজা। এসথেটিকস অব ফিল্মস (চলচিত্রের নন্দনতত্ত্ব) বিষয়ে


পড়ান ইউল্যাবের শিক্ষার্থীদের। ক্লাসের ফাঁকে ফাঁকে উঠে আসে তাঁর ছেলেবেলার অণুপ্রেরণার গল্প। সেখান থেকেই জানা যায়, বই পড়তে অনেক ভালোবাসেন তিনি।

ছেলেবেলায় অমিতাভ রেজার প্রিয় লেখকের তালিকায় ছিলেন সত্যজিৎ রায়, আখতারুজ্জামান ইলিয়াস। প্রিয় বই, ‘চিলেকোঠার সেপাই’। কিশোর বয়সে ভক্ত হলেন কার্ল মার্কসের। তাঁর বই পড়ে জীবনকে দেখার ভঙ্গি বদলে গিয়েছিলো অমিতাভ রেজার। তাঁকে খুব সহজেই জীবন সম্পর্কে ধারণা দিয়েছিলেন কার্ল মার্কসের লেখা। আর তরুণ বয়সের উদ্দীপনা ছিলো চে-গুয়েভারা। প্রিয় লেখকের তালিকা থেকে বাদ যায়নি বাংলাদেশের কর্ণেল তাহেরের নামটিও। আর বর্তমানে প্রিয় বই- একাত্তরের দিনগুলি।

সর্বশেষ সংবাদ

সিনেমা এর আরও সংবাদ