কোন সমস্যাটার সমাধান হয়েছে যুদ্ধ করেঃ পররাষ্ট্রমন্ত্রী
ই-বার্তা
প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৭, সোমবার
| সন্ধ্যা ০৭:১৮
রাজনীতি
ই-বার্তা ।। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে বলেছেন, ‘কোন সমস্যাটার সমাধান হয়েছে যুদ্ধ করে? এটা তো সমাধান না।’
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের আজ বুধবার এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ২৭টি দেশের রাষ্ট্রদূতদের রোহিঙ্গা ইস্যু সম্পর্কে জানান তিনি। রাষ্ট্রদূতদের মধ্যে মিয়ানমারের রাষ্ট্রদূতও ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের পররাষ্ট্রনীতি মোটেও নতজানু সুলভ নয়।
এ এইচ মাহমুদ আলী জানান, যুদ্ধ কোনো সমাধান হতে পারে না। দেশের নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা পরামর্শ দেবেন। আমার নেব। আমাদের সবারই উচিত ঠান্ডা মাথায় চিন্তা করা। আমরা দেশের জন্যই চিন্তা করছি।’
পরবর্তী খবর ছাত্রলীগের ক্ষোভের মুখে ওবায়দুল কাদের