শাওনের নতুন খোঁচা!
ই-বার্তা
প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৭, সোমবার
| রাত ০৯:০১
ছোট পর্দা
ই-বার্তা।। মেহের আফরোজ শাওনের সঙ্গে মোস্তফা সারোয়ার ফারুকীর দ্বন্দ্ব কম বেশি সবারই জানা। শাওন এবার ঢাকা অ্যাটাক প্রসঙ্গে ফেসবুক স্ট্যাটাস দিয়ে খোঁচা দিলেন ফারুকীকে।
ফেসবুকে শাওন লিখেছেন, ছবি কিন্তু অনেক পছন্দ হইছে। পরিচালক দর্শকের জন্য ছবিটা বানাইছেন। ফিল্ম ফেস্টিভ্যালে নায়িকা নিয়ে ঘোরার জন্য বানান নাই। গাদা গাদা বিদেশি সিনে ম্যাগাজিনের রিভিউ বেচার চেষ্টা করেন নাই। কাহিনীকার সানী ছানোয়ার তামিল ছবি কিংবা কারো জীবন কপি করেন নাই। বাংলাদেশের মতো স্বল্প পরিসরের কারিগরি রসদ নিয়ে আন্তর্জাতিকমানের ছবি বানানোর চেষ্টা করেছেন।
শাওন তার স্টাটাসে আরো লেখেন, হ্যাটস অফ দীপঙ্কর দীপন। বাংলা সিনেমা না দেখা আমার এনএসইউ-তে পড়া কর্পোরেট বন্ধুরাও ছবি দেখে আনন্দ পেয়েছে। টিকাটুলির মোড় গানটির সঙ্গে তাল মিলিয়েছে। বম্ব ডিসপোজালের পর নিজের অজান্তেই আমরা হলভর্তি দর্শকের সাথে তালি দিয়েছি। অফিসার আশফাকের অনাগত সন্তানের কথা ভেবে আবেগী হয়েছি। মানসিকভাবে অসুস্থ জিসানের ক্রুরতায় শিউরে উঠেছি। দেশের জন্য বাংলাদেশ পুলিশের অবসরহীন দায়িত্ববোধ দেখে আপ্লুত হয়েছি।
শাওন আরো বলেন, সত্যিকারের বেশকিছু পুলিশ অফিসার ছিলেন এই ছবিতে, প্রত্যেকের কাছ থেকেই সাবলীল অভিনয় বের করে নিয়েছেন পরিচালক। পরীক্ষিত অভিনেতা শতাব্দী ওয়াদুদের পাশাপাশি এবিএম সুমন ছিলেন দুর্দান্ত। কথায় কথায় ডাবল বলা নাম না জানা অভিনেতাও নজর কেড়েছে। আর জিসান চরিত্রে তাসকিন! আমার শৈশবের সরল সাদাসিধা বন্ধুটা এমন অসুস্থ একটা চরিত্রে যা করে দেখালো!
এছাড়া অঞ্জন সম্পর্কে মেহের আফরোজ শাওন বলেন বন্ধু তুমি বর্ন অ্যাক্টর ।
সবশেষে তিনি ঢাকা অ্যাটাকের পরিচালকের উদ্দেশ্য বলেন, দাদা আপনি মুক্তিযুদ্ধের একটা ছবি বানান। দর্শক হিসাবে আমি অপেক্ষায় থাকব।
আগের খবর প্রসূণ থিয়েটারের জাগো নাটকের মঞ্চায়ন
পরবর্তী খবর রেকর্ডে বড় ছেলে নাটক