নিজ নিজ ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথসহ ১৩ দফা প্রস্তাবনা বিকল্পধারার
ই-বার্তা
প্রকাশিত: ১০ই অক্টোবর ২০১৭, মঙ্গলবার
| দুপুর ০২:২৩
রাজনীতি
ই-বার্তা ।। বিকল্পধারা বাংলাদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নিজ নিজ ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করানোর প্রস্তাব দিয়েছে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে ইসির সঙ্গে সংলাপে এ প্রস্তাব দেয় দলটি।
এ ছাড়া নির্বাচনে ‘না ’ ভোট চালু, সেনাবাহিনী মোতায়েন করার দাবিসহ ১৩ দফা প্রস্তাবনা কমিশনের কাছে তুলে ধরেছে দলটি।
সংলাপ শেষে সাংবাদিকদের কাছে ইসিকে দেয়া নিজেদের প্রস্তাবনাসমূহ তুলে ধরেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ, ইউএনও, শিক্ষক, প্রিসাইডিং কর্মকর্তা- যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন, তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ স্পর্শ করে শপথ করতে হবে; যেন তারা কোনো দলের পক্ষাবলম্বন না করেন।
পরবর্তী খবর বিএনপির আজকের বৈঠক স্থগিত