রাষ্ট্রপতির নিকট প্রধান বিচারপতির চিঠি
ই-বার্তা
প্রকাশিত: ১০ই অক্টোবর ২০১৭, মঙ্গলবার
| সন্ধ্যা ০৬:০২
অন্যান্য
ই-বার্তা ।। রাষ্ট্রপতিকে অবহিত করে একটি চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে অবস্থানের জন্য অনুমতি চেয়ে। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে চিঠিটি আইন সচিবের দপ্তরে এসে পৌঁছায়।
আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বলেছেন, ‘মহামান্য রাষ্ট্রপতির বরাবর মাননীয় প্রধান বিচারপতি বিদেশে যাওয়ার জন্য চিঠির একটি অনুলিপি আমরা পেয়েছি। এটি এখন প্রক্রিয়াধীন।’
গত ২ অক্টোবর এক মাসের ছুটির আবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ছুটির কারণ হিসেবে তিনি ‘অসুস্থতা’র কথা উল্লেখ করেন। সেদিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, ‘দীর্ঘ এক মাস অবকাশ শেষে কোর্ট খোলার পর প্রথম দিন থেকেই তিনি ছুটিতে থাকবেন বলে জানিয়েছেন। তাঁর অবর্তমানে জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা দায়িত্ব পালন করবেন।’