বৈশাখ উপলক্ষে রমনা পার্কে ঢুকতে ডিএমপির নির্দেশনা
ই-র্বাতা
প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ১২:৫২
অন্যান্য
রমনা পার্ক :
প্রবেশ পথ : অরুণোদয় গেট (বেইলি রোডের শেষ প্রান্ত, সুগন্ধা’র বিপরীতে), রমনা রেস্তোরাঁ গেট ও অস্তাচল গেট (শিশুপার্কের বিপরীতে)।
বাহির হওয়ার পথ : উত্তরায়ণ গেট (পুলিশ ভবন ক্রসিং, মিন্টু রোডের শেষ প্রান্ত) ও বৈশাখী গেট (ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের বিপরীতে)।
প্রবেশ এবং বাহির : শ্যামলীমা গেট (কাকরাইল মসজিদের দক্ষিণে), স্টার গেট (মৎস্য ভবন ক্রসিং) ও নতুন গেট (বৈশাখী ও অস্তাচল গেটের মাঝামাঝি)।
সোহরাওয়ার্দী উদ্যান :
প্রবেশ পথ : শিখা চিরন্তন গেট, বাংলা একাডেমির বিপরীতে নতুন গেট ও চারুকলার বিপরীতে ছবির হাট গেট।
বাহির হওয়ার পথ : আইইবি গেট, কালী মন্দির গেট ও তিন নেতার মাজার গেট।
বন্ধ থাকবে : টিএসসি গেট (রাজু ভাস্কর্য এর বিপরীতে)।
নিজেদের নিরাপত্তার স্বার্থে নগরবাসীকে এই নির্দেশনা মানার অনুরোধ করেছে ডিএমপি। এছাড়াও পহেলা বৈশাখ অনুষ্ঠানে উপলক্ষে নারী উত্যক্তকারীদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গঠন করেছে ইভটিজিং বিরোধী বিশেষ টিম। এ টিমের সদস্যরা ইউনিফর্মে এবং সাদা পোষাকে বিভিন্ন জায়গায় দায়িত্বরত থাকবে। নাগরিকদের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের মেডিকেল টিম থাকবে। প্রচন্ড গরমে আগত দর্শনার্থীদের বিশুদ্ধ পানি পান করানোর লক্ষ্যে ডিএমপির পক্ষ থেকে বিনামূল্যে সুপেয় পানি সরবরাহ করা হবে।
পরবর্তী খবর ঢাকার ৭ কলেজের পরীক্ষা নেবে ঢাবি