ইভিএম এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় ওয়ার্কার্স পার্টি


ই-বার্তা প্রকাশিত: ১১ই অক্টোবর ২০১৭, বুধবার  | সন্ধ্যা ০৬:৪৪ রাজনীতি

ই-বার্তা ।। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি দলীয় সরকারের অধীনেই একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং ইভিএম ব্যবহারের প্রস্তাব দিয়েছে। এছাড়া দলটি নির্বাচনের সময় স্বরাষ্ট, জনপ্রশাসন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের অধীনে রাখতেও প্রস্তাব দেয়। সকালে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে মহাজোটের এই শরীক দল ১৪ দফা প্রস্তাবনা তুলে ধরে।

নির্বাচন কমিশনের প্রণীত রোডম্যাপ অনুযায়ী গত ২৩ সেপ্টেম্বর থেকে চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। বুধবার সকালে এ ধারাবাহিকতায় বৈঠকে অংশ নেয় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ১৬ সদস্যের প্রতিনিধি দল।

সংলাপে অংশ নিয়ে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য বেশকিছু প্রস্তাবনা তুলে ধরা হয় দলটির তরফ থেকে। এর মধ্যে রয়েছে নির্বাচনের সময় তিনটি মন্ত্রণালয়কে ইসির অধীনে নেয়া, বিদেশী সংস্থাগুলোর হস্তক্ষেপ বন্ধ করা এবং প্রয়োজনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েন করা। বর্তমান সংসদের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠান করার পক্ষে মত দিয়ে, আত্মঘাতী না হয়ে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহবান জানায় দলটি।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ