ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহত বেড়ে ১৭ এবং নিখোঁজ ২০০


ই-বার্তা প্রকাশিত: ১১ই অক্টোবর ২০১৭, বুধবার  | সন্ধ্যা ০৬:৫৪ আমেরিকা

ই-বার্তা ।। ভয়াবহ দাবানলে ক্যালিফোর্নিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে দুই শতাধিক মানুষ। গৃহহীন হয়ে পড়েছে প্রায় ২৫ হাজার মানুষ। পরিস্থিতি মোকাবিলায় ৮ টি কাউন্টিতে জরুরি অবস্থা অব্যাহত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ভয়াবহ বিপর্যয় ঘোষনা করে কেন্দ্রীয় সরকার থেকে ১৭ টি স্থানে আগুন নিয়ন্ত্রণে অর্থায়নের কথা জানিয়েছেন।

ধংস্তুপে পরিণত হয়েছে ক্যালিফোর্নিয়ার ওয়াইন এলাকা। রোববার আকস্মিক ছড়িয়ে পরা ভয়াবহ দাবানলের কারণে প্রায় ১ লাক্ষ ১৫ একরের ৪৬ হেক্টরের জমি পুড়ে যায়। ধংস হয়ে গেছে ২ হাজার ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান। বহুমানুষ নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দাবানলের কারনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সানোমা কাউন্টি। বিভিন্ন স্থান ও আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ