প্রস্তুতি ম্যাচে দুপুরে মাঠে নামবে বাংলাদেশ
ই-বার্তা
প্রকাশিত: ১২ই অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার
| সকাল ১১:১২
ক্রিকেট
ই-বার্তা।। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ চরম ভরাডুবির পর সামনে এখন ওয়ানডে পরীক্ষা। তবে সেই পরীক্ষায় মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে মাশরাফিবাহিনী। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে মাশরাফি-সাকিবদের একমাত্র প্রস্তুতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
টেস্ট সিরিজের পর সীমিত ওভারের দলের সঙ্গে গিয়ে যোগ দিয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, অলরাউন্ডার নাসির হোসেন, পেসার সাইফউদ্দিনরা। দল এখন মুশফিকের হাত থেকে এসে পড়েছে মাশরাফির হাতে। দক্ষিণ আফ্রিকায় মাশরাফির বাংলাদেশ। সেই মাশরাফির বাংলাদেশের প্রথম পরীক্ষা আজ।
এদিকে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশকে নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি। দলে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স, এইডেন মার্করাম এবং স্পিনার কেশব মাহারাজ।
টেস্ট সিরিজ শেষ হওয়ার পর একদিন বিশ্রামে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। যদিও ওয়ানডে স্কোয়াডের সংযুক্ত ক্রিকেটাররা ব্লুমফন্টেইনে পৌঁছানোর পর থেকেই রয়েছেন টানা অনুশীলনে। আজ (বৃহস্পতিবার) তাদের সেই পরীক্ষা। প্রস্তুতিটা কেমন হলো বোঝা যাবে এই পরীক্ষায়।
বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাইফ উদ্দিন ও মুমিনুল হক।
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ
জেপি ডুমিনি (অধিনায়ক), ম্যাথু ব্রিজটেক, এমবুলেলো বুডাজা, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিংক, বেরান হেনড্রিক্স, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মারকরাম, উইয়ান মালডার, মালুসি সিবোটো, খায়া জন্ডো।
আগের খবর বিপিএল এর নতুন সূচি
পরবর্তী খবর অভিষেকের ১৮ বছর পর অবসর নিচ্ছেন নেহরা