শূন্য রানে আউট হয়ে মাস্টারব্লাস্টারের রেকর্ড
ই-বার্তা
প্রকাশিত: ১২ই অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৩:১০
ক্রিকেট
ই-বার্তা ।। সফরকারী অস্ট্রেলিয়া গোয়াহাটিতে দ্বিতীয় টি-২০ তে জিতে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরেছে। এদিন ব্যাটিং বিপর্যয়ে পড়া ভারত সব উইকেট হারিয়ে করে মাত্র ১১৮ রান। অজিরা জবাবে দুই ওপেনারকে হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়। ৮ রানে রোহিত শর্মা আউট হওয়ার পর মাঠে নেমে শূন্য রানেই ফেরেন অধিনায়ক বিরাট কোহলি। আর তাতেই রেকর্ডের কথায় নাম উঠে যায় এ মাস্টারব্লাস্টার ব্যাটসম্যানের।
এই ম্যাচের আগে ৪৭ ইনিংসে ব্যাটে নেমেছেন কোহলি। কিন্তু খালি হাতে ফেরেননি কখনো। আন্তর্জাতিক টি-২০ তে এটিই তার প্রথম ডাক। ৪৮তম ইনিংসে এসে এমন অভিজ্ঞতা হলো কোহলির।
আন্তর্জাতিক টি-২০ তে শূন্য রানে আউট হওয়ার আগে সবচেয়ে ইনিংসে ব্যাট করার রেকর্ড এটি। আসলে রেকর্ডটা আগেই হয়েছিলো। তার নিচে থাকা শোয়েব মালিক ৪১ তম ইনিংসে এসে শূন্য রানে ফিরেছিলেন। তালিকায় তাদের পরে আছে যথাক্রমে যুবরাজ সিং (৪০) এবং সামিউল্লাহ সেনওয়ারি (৩৮)।
গোয়াহাটির এই স্টেডিয়ামেই ভারতের দুই কিংবদন্তী শচীন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড় তাদের ক্যারিয়ারের শেষ শূন্য রানের ইনিংস খেলেছিলেন ২০১৩ সালে। সবশেষ ৮৫ ম্যাচে কোন ভারতীয় অধিনায়কের এটিই প্রথম ডাক।
আগের খবর ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশের
পরবর্তী খবর প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হার