জাতীয় ক্রিকেট লীগের চারটি দলের খেলা হবে যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম


ই-বার্তা প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০১:৩২ ক্রিকেট

যশোরে ১৬ এপ্রিল থেকে শুরু হবে ৩৭ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। স্থানীয় শামস-উল-হুদা স্টেডিয়ামে এদিন উদ্বোধনী খেলায় অংশ নেবে চট্রগ্রাম ও বগুড়া জেলা দল। এ ভেন্যুতে অংশ নিচ্ছে ৪ টি দল। অন্য দল দুটি ফরিদপুর ও নীলফামারি।

এদিকে যশোর জেলা দল অংশ নেবে দিনাজপুর ভেন্যুতে । এতেও অংশ নেবে ৪ টি দল।১৭ এপ্রিল নিজেদের প্রথম খেলায় অংশ নেবে ঝিনাইদাহ জেলা দলের বিরুদ্ধে।

২০ এপ্রিল সিরাজঞ্জ ও ২২ এপ্রিল ঢাকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে যশোর। আসন্ন প্রতিযোগিতার জন্য কঠিন অনুশীলন করছেন প্রাথমিক ডাক পাওয়া খেলোয়াড়রা। যশোর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদের কর্মকর্তা এহসানুল হক সুমন জানান,২/১ দিনের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। আশা করছি ভালমানের দল হবে।

আসন্ন প্রতিযোগিতার জন্য স্থানীয় শামস-উল-হুদা স্টেডিয়াম প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে বলে জানান ক্রিকেট পরিষদের কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ