সংসদ বিলুপ্ত এবং সেনাবাহিনী নিয়োগ সুস্পষ্টভাবে বলবঃ মির্জা ফখরুল
ই-বার্তা
প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০১৭, শুক্রবার
| বিকাল ০৫:২৪
রাজনীতি
ই-বার্তা ।। বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে প্রস্তাবনা দেবে। শুক্রবার সকালে সাংবাদিকদের এ কথা জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন,আমরা বড় টিম নিয়ে নির্বাচন কমিশনের সংলাপে যাব। এবং সেখানে গিয়ে আমরা লিখিতভাবে আমাদের সব প্রস্তাব তাদের সামনে তুলব।
আমরা সংসদ বিলুপ্তির কথা সুস্পষ্টভাবে বলব। সেনাবাহিনী নিয়োগের কথা আমরা সুস্পষ্টভাবে বলব। নির্বাচনকালীন যখন তফসিল ঘোষণা হবে, তখন প্রশাসনকে যে ব্যবস্থাগুলো নিতে হবে সে বিষয়েও বলব।
আরপিওর কোথায় সমস্যা আছে, সেটি বলব। ভোট প্রদানের ক্ষেত্রে কী কী নিয়ম চালু করা উচিত এবং পর্যবেক্ষকদের ক্ষেত্রে কী কী নিয়ম থাকা উচিত-এসব নিয়ে বিস্তারিত আমাদের প্রস্তাবনায় থাকবে।
আগের খবর খালেদা জিয়া দেশে ফিরছেন ২২ অক্টোবর
পরবর্তী খবর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলা