নেচে-গেয়ে নবীন বরণ সাংবাদিকতা বিভাগে
ই-বার্তা
প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০১৭, শনিবার
| রাত ০৯:৪২
বিশ্ববিদ্যালয়
ই-বার্তা ।। আশেক আহমেদ ।। বাংলাদেশের অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে আজ অনুষ্ঠিত হলো নবীন বরণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান কাজী আব্দুল মান্নান এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী।
‘৬৫ বরনে অদম্য ৬০’ শ্লোগানে সকাল ১১টায় বিভাগীয় প্রধান কাজী আব্দুল মান্নান এই অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন। তিনি তার বক্তব্যে ৬৫ তম ব্যাচ এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
সকাল ১১ দিকে শুরু হয়ে অনুষ্ঠান চলে সন্ধ্যা ৭ টা
পর্যন্ত। ৬০ তম ব্যাচ কর্তৃক আয়োজিত এই নবীন বরণ অনুষ্ঠানটি দু’টি অংশে উপস্থাপিত হয়। প্রথম অংশে থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান, নাটিকা এবং র্যা ম্প সহ আরোও অনেক কিছু। দ্বিতীয় অংশে ছিলো ব্যান্ড শো।
উৎসবমুখর পরিবেশ এবং সাংবাদিকতা বিভাগের সকল শিক্ষার্থীর উপস্থিতিতে নাচের ছন্দের মত প্রান ফিরে পেয়েছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ। সন্ধ্যা ৭ টার দিকে অনুষ্ঠানের সমাপ্তি টানেন ৫৪ তম ব্যাচের তন্ময় কুমার এবং ৫৫ তম ব্যাচের দীপ্ত চন্দ্র পল।
ছবিঃ জাহা সিহাব