সাংহাই মাস্টার্স ফেদেরারের
ই-বার্তা
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০১৭, রবিবার
| বিকাল ০৫:০৯
অন্যান্য
ই-বার্তা ।। রজার ফেদেরার সাংহাই মাস্টার্সের ফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে শিরোপা জিতেছেন। শিরোপার লড়াইয়ে রোববার স্প্যানিশ তারকাকে ৬-৪, ৬-৩ গেমে পরাজিত করেন ফেদেরার।
২০১৭ সালটি দুর্দান্ত কাটছে ফেরেরার। সবমিলিয়ে এই বছর মাত্র চারটি ম্যাচে হারের মুখ দেখেছেন এই সুইস তারকা। ৭২ মিনিটের লড়াই শেষে নাদালকে হারিয়ে বছরের ষষ্ঠ শিরোপা জয় করেন ফেদেরার।
চলতি বছর এই নিয়ে চতুর্থবার নাদালকে পরাজিত করলেন ফেদেরার এবং সবমিলিয়ে টানা পঞ্চমবার চিরপ্রতিদ্বন্দ্বী তারকার বিপক্ষে জয় পেলেন এই সাবেক নাম্বার ওয়ান।